Thursday, March 3, 2016

How to make cookies (কুকিজ)

কুকিজ 

উপকরণ:

. মাখন - ১২৫ গ্রাম
.চিনি - পৌনে এক কাপ
.ময়দা - কাপ
.ওট - কাপ
. শুকনো নারকেল - কাপ
.বেকিং সোডা - দেড় চা-চামচ
. মধু - টেবিল-চামচ
.দুধ/ টেবিল-চামচ
. চকলেট চিপসপরিমাণমতো
১০. বাদাম কুচিইচ্ছামত
  
প্রণালী  

প্রথমে ময়দা, ওট, শুকনো নারকেল বেকিং সোডা একসঙ্গে মিলিয়ে নিতে হবে তারপর মাখন, চিনি, মধু দুধ একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ মিশিয়ে ডো বানাতে হবে গোল গোল বিস্কুট বানিয়ে ওপরে ১টা চিপ বাদাম দিয়ে বেকিং ট্রেতে সব কুকিজ রেখে প্রিহিটেড ওভেনে - মিনিট বেক করতে হবেযদি চুলায় বানাতে চান তাহলে নন-সটীক ফ্রাইংপ্যানে ভালভাবে তাপ দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে বিস্কুটগুলো বসিয়ে দিয়ে ধেকে দিতে হবে।৫ মিনিট পরে ঢাকনা তুলে টুথপিক দিয়ে দেখতে হবে।আরও মিনিট পর নামিয়ে ফেলতে হবে।  

No comments:

Post a Comment