ফ্রুট সালাদ
উপকরণঃ
১.আপেল – ২ টি (কিউব করে কাটা)
২.কমলা – ১
টি (খোসা ছড়িয়ে ছোট ছোট করে কাটা)
৩.আনারস
কুচি – ১/২ কাপ
৪.স্ট্রবেরি
কুচি – ১/২ কাপ
৫.আঙ্গুর
কুচি – ১/২ কাপ (বিভিন্ন রঙের)
৬.কলা – ৩ টি
(কিউব করে কাটা)
৮.আম (যদি
থাকে) – ২ টি (কিউব করে কাটা)
৯.বিট লবন –
১ চা চামচ
১০.চিনি –
১ টেবিল চামচ(ডায়েট জন্য চিনি না দেয়া ভালো)
১১.টক দই –
৫ টেবিল চামচ (আড়ং এর টা হলে ভালো হয়)
১২.লবন – ১
চিমটি
প্রণালীঃ
প্রথমে
সমস্ত ফল ধুয়ে কেটে নিতে হবে।এরপর বড় একটি পাত্রে ফলগুলো নিয়ে লবন ও বিট লবন দিয়ে
নাড়তে হবে।সবশেষে টক দই মিশিয়ে ভালভাবে নেড়েচেড়ে পরিবেশন করতে হবে মজাদার ফ্রুট
সালাদ।চিনি খেতে চাইলে লবন দেয়ার পর চিনি মিশাতে হবে।
আরও রেসিপি
জানতে ক্লিক করুন এখানে
No comments:
Post a Comment