উপকরণঃ
১.পাউরুটি স্লাইস – ৮ পিস
২.ডিম (পোঁচ করা) – ৪ টি
৩.আড়াই ইঞ্চি হার্ট সেপার – ১ টি
৪.সস - ইচ্ছামত
প্রণালীঃ
প্রথমে ডিম পোঁচ করে নিতে হবে।চার পিস পাউরুটি
নিয়ে হার্ট সেপার দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে।বাকি পাউরুটির উপর প্রথমে ডিম পোঁচ
রেখে তার উপর কাটা পাউরুটি বসিয়ে দিতে হবে।প্লেটে সস ইচ্ছামত সাজিয়ে পরিবেশন
করুন।কেউ টোস্টার বানিয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন।সেক্ষেত্রে টোস্ট বানিয়ে
ডিম দিয়ে সাজাতে হবে।
No comments:
Post a Comment